প্রকাশিত: Sun, Jun 25, 2023 9:09 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

ইইউর কাছে ৬ ইউরোপীয় এমপির চিঠিটি প্রত্যাহারের অনুরোধ জানালো ইউরোপের বাংলাদেশ সিভিল সোসাইটি

সালেহ্ বিপ্লব: ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের চিঠিতে উল্লিখিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেস ফন্টেলেসের কাছে চিঠি দিয়েছে ইউরোপভিত্তিক বাংলাদেশ সিভিল সোসাইটি। 

সোসাইটির পক্ষে চিঠিটি লিখেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কার্ডিফের রসায়নবিদ্যার অধ্যাপক ড. মাজহারুল ইসলাম রানা। 

চিঠিতে তিনি বলেন, ৬ এমইপির চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে বলা হয়েছে। দেশের অন্যতম বিরোধী দল বিএনপির পক্ষে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে। তারা বাংলাদেশের মানবাধিকার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সুশাসন এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে কথা বলেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ প্রয়োগের কথা বলেছে। এর মধ্য দিয়ে ওই পার্লামেন্টারিয়ানরা সারাবিশে^ বাংলাদেশের একটি নেতিবাচক ইমেজ তুলে ধরেছে। 

ড. মাজহারুল ইসলাম রানা তার চিঠিতে আরো বলেন, আমরা আপনাদের এমপিদের লিখা ওই চিঠির বিষয়বস্তু সতর্কভাবে পর্যালোচনা করেছি। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি, ইইউ পার্লামেন্টারিয়ানরা যেসব ঘটনা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, সেগুলো মিথ্যা ও অতিরঞ্জিত। আমরা আমাদের এই বক্তব্যের পক্ষে প্রমাণাদি দাখিল করছি, যাতে ইউরোপ প্রবাসী তিনশ’র বেশি বাংলাদেশীর স্বাক্ষর রয়েছে। 

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কথা বর্ণনা করে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা আরোপ কিংবা জিএসপি সুবিধা প্রত্যাহার করা কোনো সুষ্ঠু কূটনৈতিক সমাধান নয়। এটি বরং একটি দেশ ও দেশটির নিরীহ শান্তিপ্রিয় মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সারাবিশে^র রাজনীতিবিদদেরই এ ধরনের চিন্তা থেকে সরে আসা উচিত। আমরা বিশ^াস করি ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক দীর্ঘজীবী হবে।  সম্পাদনা: তারিক আল বান্না